Wellcome to National Portal
বাংলাদেশ চা বোর্ড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd জুন ২০২০

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় ক্ষুদ্র পর্যায়ে চা চাষ সম্প্রসারণের নিমিত্ত বাংলাদেশ চা বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন নর্দান বাংলাদেশ প্রকল্পের আওতায় গত ১৮ জুন ২০২০ খ্রি. তারিখে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রাণীশংকৈল উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মৌসুমি আফরিদা এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহরিয়ার আজম মুন্না, উপজেলা চেয়ারম্যান, রাণীশংকৈল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ সঞ্জয় দেবনাথ, উপজেলা কৃষি অফিসার, রাণীশংকৈল। কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ চা বোর্ডের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ শামীম আল মামুন। এছাড়াও উপজেলা কৃষি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, উপজেলা পর্যায়ের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, মসজিদের ইমাম, এনজিও প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং চা চাষে সফল ও আগ্রহী কৃষকবৃন্দ কর্মশালায় উপস্থিত ছিলেন।


প্রকাশন তারিখ : 2020-06-19